আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব উত্তর কোরিয়া, নতুন ক্ষেপণাস্ত্রটি যেন ‘দৈত্য’

উত্তর কোরিয়া, নতুন ক্ষেপণাস্ত্রটি যেন ‘দৈত্য’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২০ , ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির সামরিক মহড়ায় ‘দৈত্যাকৃতির’ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। বিশ্লেষকরা জানিয়েছেন, বিশাল গাড়িতে করে আনা ক্ষেপণাস্ত্রটি বাহিনীতে যুক্ত হলে এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এ ব্যাপারে ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের উপপরিচালক মেলিসা হ্যানহাম বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রটি একটি দৈত্য। প্রসঙ্গত, ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের পর এই প্রথম উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র প্রদর্শন করলো।
সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে কিম জং উন বলেছেন, ‘আমরা আমাদের জাতীয় প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখব।’ দেশের অর্থনৈতিক উন্নতি ব্যহত হওয়ার জন্য উন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ঘূর্ণিঝড় ও করোনাভাইরাসকে দায়ী করেছেন।