আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি

উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে: রাষ্ট্রপতি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বঙ্গভবনে পাবনা জেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন। পাবনার সড়ক যোগাযোগ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ ভৌত কাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প প্রস্তাবনা তুলে ধরেন।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের মান ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করারও তাগিদ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় পাবনা সদরের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।