আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ উপকুলীয় এলাকায় কোস্টর্গাডরে ত্রাণ বতিরণ

উপকুলীয় এলাকায় কোস্টর্গাডরে ত্রাণ বতিরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২০ , ৮:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : উপকুলীয় এলাকা পটুয়াখালীর বাউফলে করোনার প্রভাবে বাড়ীতে থাকা অসহায় দুস্থ্যদের মাঝে  কোস্টগার্ডের ত্রান বিতরণ। কোস্ট গার্ডের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জন লে: এএমসি এম ফাইজুর রহমান মিরাজ জানান, বাংলাদেশ কোস্টগার্ড বেইস অগ্রযাত্রার আওতাধিন বিসিজি স্টেশান পাথরঘাটা, নিজামপুর, নিদ্রা সখিনা, পটুয়াখালী ও বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী থেকে হরিণাঘাটা, বাদুরতলা, পাঙ্গাচর, চরলাঠিমারা, নিজামপুর, পুরান মহিপুর, মনোয়ারপুর, বড়ইতলা, হালিমচর, কুড়ালিয়া, গঙ্গাচর, সোনঘাটা, সখিনা, ইদুপাড়া, বড়আমখোলা, নিদ্রাচর, ইটবাড়িয়া ও দূর্গাপুর ২নং গেট এলাকার মোট ৫০৫ জন অসহায় দুস্থ্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। করোনার প্রভাবে কর্মহীন উপকুলীয় এসব অসহায় দুস্থ্যদের মাঝে এই ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন সার্জন লে: এএমসি এম ফাইজুর রহমান মিরাজ।