আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন উরফির কাণ্ড!

উরফির কাণ্ড!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২৩ , ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   পোশাক নিয়ে বরাররই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ। রোজের ব্যবহারের সাধারণ জিনিস যেমন ব্যাগ, জুতো, সেফটিপিন দিয়েই পোশাক বানিয়ে ফেলেন তিনি। শুধু তা-ই নয় পিৎজ়া থেকে চিউইং গাম, লাড্ডু থেকে আইসক্রিম, সব দিয়েই নিজের লজ্জা ঢেকেছেন অভিনেত্রী। বরাবরের মতো এবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে উরফি ঘটালেন অভিনব এক কাণ্ড।

ভারতীয় সংবদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, টমেটো দিয়েই কানের দুল বানিয়ে পরে ফেললেন উরফি। পরনে কালো মিনিস্কার্ট, বক্ষ খোলা টপ আর টোম্যাটোর কানের দুল খোশ মেজাজে টমেটোতে কামড় বসাচ্ছেন তিনি। ছবির নিচে ক্যাপশনে উরফি লিখেছেন টমেটোকে তো এখন সোনা বলাই যায়। ব্যঙ্গের ছলেই দেশ জুড়ে টমেটোর দাম বৃদ্ধির প্রতিবাদ করেছেন উরফি।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতি টমেটোর দাম আকাশ ছুঁয়েছে। মঙ্গলবার কলকাতার বিভিন্ন বাজারে টমেটোর দাম কেজি প্রতি ১২০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। দিল্লির পাইকারি বাজারে টমেটোর কেজি প্রতি দাম ২৫০ টাকা ছাপিয়ে গিয়েছে। এতে টমেটোকে সোনার সঙ্গে তুলনা করেন উরফি জাভেদ।