আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঊর্মিলা হকের ‘লাভ স্পোর্টস’

ঊর্মিলা হকের ‘লাভ স্পোর্টস’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৩ , ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : প্রতি মঙ্গলবার ও বুধবার প্রচারিত হবে ঊর্মিলা হকের ‘লাভ স্পোর্টস’ । নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাফিন আহমেদ ।সহকারী পরিচালক মিজান চৌধুরী রাজ , চিত্রগ্রহণ : সিরাজ খান ও লিপসন , লাইট গ্রাভার : আজিজুল ইসলাম ।উওরার বিভিন্ন লোকেশনে শ্যুটিং সম্পন্ন হয়েছে । নাটকটি নিয়ে পরিচালক শাফিন আহমেদ বলেন, নাটকটি আশা করি দর্শ কদের খুব ভালো লাগবে । আর ঊর্মিলা হক নতুন হিসেবে ভালো কাজ করেছে । দর্শক নাটকটি খুব ভালো ভাবে উপভোগ করবে বলে আমার বিশ্বাস ।

মডেল ও অভিনেত্রী ঊর্মিলা হক বলেন, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই শাফিন আহমেদ ভাইয়াকে যিনি আমাকে এমন একটি নাটকে কাজের সুযোগ করে দিয়েছেন ।আর এটা আমার প্রথম নাটক তাই আমার আগ্রহ একটু বেশী এই নাটক নিয়ে ।আর বিশেষ করে এখানে অনেক সিনিয়ার আটিস্ট ছিলো তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি । আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই আমার এই নাটকটি দেখবেন । আপনারা বেশী নাটক দেখলে আমরা আরো বেশী কাজ করতে পারবো । আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আরো বেশী বেশী কাজ উপহার দিতে পারি । নাটকটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত ১০ টায় একুশে টিভিতে প্রচারিত হবে বলে নিমার্তা সূত্রে জানা যায় ।