আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এই উইকেটে জোরাজুরি করার কিছু নেই: তাইজুল

এই উইকেটে জোরাজুরি করার কিছু নেই: তাইজুল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২২ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : টিম কম্বিনেশনের কারণে ছিলেন না ডারবানে সিরিজের প্রথম টেস্টে। দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ছিটকে পড়ার পর পোর্ট এলিজাবেথে একাদশে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। প্রথম দিন শেষে তিনিই দলের সফলতম বোলার। সেইন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট নিয়েছে বাংলাদেশ। যার ৩টি নিজের ঝুলিতে পুরেছেন তাইজুল। দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, প্রথম দিনের উইকেট ছিল ব্যাটিংবান্ধব। তাই এখানে বাড়তি কিছু করার সুযোগ ছিল না। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘আমি চেষ্টা করেছি। আসলে এই উইকেটে বেশি জোরাজুরি করার কিছু নেই। কারণ দেখা যাচ্ছে একটু স্ট্যাম্পের বাইরে বা ওপরে হলে রান হয়ে যায়। আসলে রান ধরে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।’ এসময় উইকেটের অবস্থা সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ‘উইকেটটা আসলে এই কন্ডিশনে প্রথম এক ঘণ্টার মতো কিছু সাহায্য ছিল। কিন্তু আস্তে আস্তে উইকেটটা ফ্ল্যাট হয়ে যায়। আমরা যদি আরও একটু কমে রাখতে পারতাম, হয়তোবা তাদের চাপটা বেশি হতো। চাপটা যদি বেশি হলে আরও দুই-একটা উইকেট পড়ার চান্স ছিল।’ নিজের বোলিং পরিকল্পনা সম্পর্কে তাইজুলের ভাষ্য, ‘লাঞ্চের আগে আমি পাঁচ ওভার করেছি। তখন বেশি কিছু করার চেষ্টা করিনি। কারণ রানরেট একটু বেশি ছিল। আমার প্ল্যান ছিল রানরেট যদি একটু কমিয়ে আনতে পারি, তাহলে আমি পেস ভ্যারিয়েশনে যাব। চেষ্টা করেছি লাঞ্চের আগে যতটা রান কম দেওয়া যায়। পরে এসে চেষ্টা করেছি রান কমের মধ্যে যদি উইকেট পাওয়া যায়।’ তিনি আরও যোগ করেন, ‘একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে উইকেটের উপর অনেক কিছু নির্ভর করে। উইকেটের আচরণ বলেন বা পরিস্থিতি এমন আপনি চাইলেই হচ্ছে যে তিনটা পেসার বা চারটা পেসার খেলাতে পারবেন না। আবার তিনটা স্পিনারও খেলাতে পারবেন না। ব্যাটসম্যানেরও ব্যাপার আছে। সবারই একটু চাপ নিয়ে আমাদের জিনিসটা মেইন্টেন করতে হবে। এটুকু চ্যালেঞ্জ নিতেই হবে।’