আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় একজন দৌড়ায়ে আইসা আম্মুকে চাকু ঢুকাই দিসিল

একজন দৌড়ায়ে আইসা আম্মুকে চাকু ঢুকাই দিসিল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:০৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


1111চট্টগ্রাম: ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তারকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাচ্ছিলেন মিতু। পথে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে।

নিহতের ছেলে আক্তার মাহমুদ মাহি (৭) মায়ের নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিল এইভাবে, ‘ওই যে গুণ্ডা, আম্মুকে মারসে। ওরা হোন্ডা করে ওখানে দাঁড়ায়সিল। ওখানে তিনজন ছিল। তারপর একজন দৌড়ায়ে আইসা আম্মুকে নিচে ফালাই দিয়ে চাকু ঢুকাই দিসিল। আরেকজন গুলি মেরে মেরে ফেলসে। তারপর আম্মুর মুখের থেকে রক্ত বের হচ্ছিল।’

মিতু তার দুই সন্তানকে নিয়ে জিইসি মোড় এলাকার একটি বাসায় থাকতেন। তার স্বামী বাবুল আক্তার তিনদিন আগে বদলি হয়ে ঢাকায় এসপি হিসেবে যোগদান করেন।