আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন একজন সফল অয়ন চাকলাদার এবং ‘চলো নিরালায়’

একজন সফল অয়ন চাকলাদার এবং ‘চলো নিরালায়’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২২ , ৫:৫১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : সব জায়গাতেই ভেসে বেড়াচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার শ্রুতিমধুর রোমান্টিক গান ‘চলো নিরালায়’। অসাধারণ সুন্দর গানের কথার সাথে মনোমুগ্ধকর সুর এবং গায়কিতে ভর করে রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছে গানটি। গানটি রিলিজ পাবার পর থেকেই সাধারণ দর্শক- শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরাও শ্রুতিমধুর গানটির ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি ওপার বাংলার কয়েকজন শ্রোতাও ইউটিউবে গানটির ইতিবাচক রিভিউ দিয়েছেন ইতিমধ্যে।

জনি হকের লেখা এবং নাভেদ পারভেজের সুরে ‘চলো নিরালায়’ গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। এবারই প্রথম একসঙ্গে মৌলিক গানে কণ্ঠ দিলেন তারা। সংগীত জগতে অয়ন চাকলাদারের এটাই প্রথম প্লেব্যাক। প্রথম প্লেব্যাকেই এমন প্রশংসা এবং ভালোবাসা পেয়ে কণ্ঠশিল্পী অয়ন চাকলাদার উচ্ছ্বসিত। ‘চলো নিরালায়’ গান নিয়ে অয়ন জানান, আসলে সুরকার নাভেদ পারভেজ ভাই এর সাথে অনেক আগে থেকেই আমি পরিচিত। মজার ব্যাপার হল ভাইয়া আমাকে দিয়ে বিভিন্ন গানে এর আগে ডেমো দেওয়াতেন কিন্তু পরবর্তীতে সেই ডেমো ভার্সনটাই সবার পছন্দ হয় তাই গায়ক হিসেবে আমাকেই নিয়ে নেয়া হয়। এই গানের ক্ষেত্রেও ব্যাপারটা একই। নাভেদ ভাই আমাকে ডেমো গাইতে বললেন।

আমি নিজের মতো করেই গাইলাম। পরবর্তীতে হঠাৎ একদিন নির্মাতা রায়হান রাফি ভাই আমাকে ফোনে জানালেন এই গানটা আমার কন্ঠে উনার এবং ‘পরাণ’ এর টিমের ভালো লেগেছে। তাই মূল গান আমিই গাইবো। এভাবেই আসলে এই গানের সাথে যুক্ত হওয়া। ২০১৯ সালে ‘চলো নিরালায়’ গানে কন্ঠ দিয়েছিলেন অয়ন। মাঝে করোনার কারনে সিনেমা মুক্তি পিছিয়ে যাবার কারনে একটু দেরী হলো দর্শক- শ্রোতার সামনে গানটি আসতে। তবে ‘অপেক্ষার ফল সুমিষ্ট হয়’ প্রবাদটি সত্য হয়েই ধরা দিলো অয়নের ক্যারিয়ারে। গান রিলিজের পর ময়মনসিংহ শহরের মনোরম কিছু লোকেশনে মিছিল সাহার সিনেমাটোগ্রাফি, রাজ-মীমের রসায়ন, চমৎকার কথা, সুর আর গায়কীতে ‘চলো নিরালায়’ লাভ করেছে ব্যাপক প্রশংসা আর ভালোবাসা। কিছু গান আমাদের অন্তরে জায়গা করে দীর্ঘ সময়ের জন্য। সময়ের নিয়মে সিনেমা প্রেক্ষাগৃহ থেকে নেমে গেলেও রয়ে যায় গল্প, অভিনয় এবং গানের রেশ। আর এই সুত্রে ‘চলো নিরালায়’ এক লম্বা সময় ধরে কান এবং চোখে অদ্ভুত মায়ায় বেধে রাখবে আমাদের তা বলার অপেক্ষা রাখেনা।