আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// একদিন না যেতেই পেকুয়ার ইউএনওর বদলি আদেশ স্থগিত

একদিন না যেতেই পেকুয়ার ইউএনওর বদলি আদেশ স্থগিত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১, ২০২০ , ৫:১০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : একদিন না যেতেই কক্সবাজারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতে বদলি আদেশ স্থগিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। শুক্রবার (১ মে) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত একটি চিঠি হাতে আসার পর বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত চিঠিতে পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতকে বদলি করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদানের নির্দেশ দেয়া হয়েছিল। এছাড়া আরেকটি আদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার ইউএনও নাজমা সিদ্দিকা বেগমকে বদলি করে পেকুয়ায় যোগদানেরও নির্দেশ দেয়া হয়। চাল কেলেঙ্কারির অভিযোগের ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সাময়িক বহিষ্কার হয়েছেন উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী। প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে পেকুয়া উপজেলার হত-দরিদ্রদের মাঝে বিতরণের জন্য গত ২০১৯ সালের ২৯ জুলাই ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এদিকে করোনার দুর্ভোগে পেকুয়ার টৈটং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণের জন্য গত ৩১ মার্চ টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর অনুকূলে ১৫ মেট্রিক টন চাল উপবরাদ্দ দেয়া হয়। ওই বরাদ্দপত্রে স্বাক্ষর করেন পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাত এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৌভ্রাত দাশ। এর প্রেক্ষিতে গত ৬ এপ্রিল চকরিয়ার খাদ্য গুদাম থেকে উপ বরাদ্দের চালগুলো টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী উত্তোলন করে নিয়ে গেছেন। কিন্তু চালগুলোর উত্তোলনের পর ইউপি চেয়ারম্যান হত-দরিদ্রদের মাঝে বিতরণের কোনো তালিকা গত ৬ থেকে ১৫ এপ্রিলের মধ্যে উপজেলা প্রশাসনের কাছে জমা দেননি। এ নিয়ে নানা মহলে অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আশরাফ ঘটনার সরেজমিন তদন্তে পেকুয়া যান। সেখানে পৌঁছার পর তিনি ইউএনও, পিআইও, টৈটং ইউপি সদস্য ও ইউপি সচিবসহ চাল বিতরণের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আশরাফ জানিয়েছিলেন, গত মঙ্গলবারই সরকারি ত্রাণের উপবরাদ্দের চালগুলো বিতরণের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। কিন্তু ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ তাকে (ইউপি চেয়ারম্যান) পাওয়া যায়নি। তাকে পাওয়া গেলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসত। পরে ঘটনার তদন্ত শেষে জেলা প্রশাসককে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন বলেন অতিরিক্ত জেলা প্রশাসক। তবে এ নিয়ে পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাত বলেন, চালগুলো নিয়ম মেনে ইউপি চেয়ারম্যানকে তিনি উপবরাদ্দ দিয়েছেন। এরপর উত্তোলিত চালগুলো ইউপি চেয়ারম্যান কি করেছেন তিনি তা অবগত নন। এর প্রেক্ষিতে টৈটংয়ের ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে ত্রাণের চাল আত্মসাতের অপরাধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের কাছে লিখিতভাবে সুপারিশ করেন বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। কামাল বলেন, গত বুধবার জেলা প্রশাসনের কাছে পাঠানো স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে টৈটংয়ের ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে সাময়িক বহিস্কারের আদেশ জানানো হয়েছে। উদ্ভুদ এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের কাছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতকে বদলি করে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার ইউএনও নাজমা সিদ্দিকা বেগমকে যোগদানের নির্দেশ দেয়া হয়। জেলা প্রশাসক বলেন, প্রশাসনিক তদন্তে ইউএনওর অনিয়মের প্রমাণ মেলেনি। মূলত ইউপি চেয়ারম্যানের যোগসাজশে ত্রাণের চাল আত্মসাতের ঘটনা ঘটেছে। তবে ইউএনও সাঈকা সাহাদাতের বদলীদির আদেশকে প্রশাসনিক নিয়মিত ব্যবস্থা হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন কামাল হোসেন। এদিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা আগের দিনের বদলির আদেশ স্থগিত করে ইউএনও সাঈকা সাহাদাতকে নিজ কর্মস্থলে বহাল থাকার আরেক আদেশের এক চিঠি শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেন বলে জানান জেলা প্রশাসক। কামাল বলেন, শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক চিঠি তিনি পেয়েছেন। এতে পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতের আগের দিনের বদলির আদেশ স্থগিত করার কথা উল্লেখ রয়েছে। এছাড়া একই আদেশপত্রে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও নাজমা সিদ্দিকা বেগমের বদলি আদেশ স্থগিত থাকার বিষয়টি উল্লেখ করা হয়।