আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// একসাথে ৪ সন্তান প্রসব

একসাথে ৪ সন্তান প্রসব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২০ , ৪:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  মানিকগঞ্জের সিংগাইরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন অঞ্জনা রানী। তবে এদের মধ্যে একটি মৃত। বাকি তিনটি সন্তানসহ ওই মা সুস্থ রয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

অঞ্জনা রানী সিংগাইর উপজেলার জামিত্তা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার শ্রীদাম হালদারের মেয়ে। গত ৬ জুন তিনি এক সঙ্গে ৪ সন্তান প্রসব করেন। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।

গত তিন বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার আঁটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রামের সুনিরাম হালদারের ছেলে সঞ্জয় হালদারের সঙ্গে অঞ্জনার বিয়ে হয়। অঞ্জনা সন্তান সম্ভবা হলে গত ৫ মাস আগে তাকে পিতার বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় অঞ্জনার স্বামী চাকরি নিয়ে কাতার চলে যান।

এ অবস্থায় গত ৬ জুন প্রসব বেদনা শুরু হলে অঞ্জনাকে সাভারস্থ প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই তিনি ৪টি সন্তান প্রসব করেন।

এ অবস্থা অঞ্জনা রানী সরকারের কাছে সাহায্যের আবেদন করছেন। কেননা বাচ্চাদের নিয়ে বাড়িতে আসার পর করোনা মহামারির কঠিন সময়ে দরিদ্র অঞ্জনার পক্ষে তিন তিনটি শিশুর খাবার জোগাড় করা সম্ভব হচ্ছে না।