আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড একাধিক বিয়ে করা যাবে না জার্মানিতে

একাধিক বিয়ে করা যাবে না জার্মানিতে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৯:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


17কাগজ অনলাইন ডেস্ক: জার্মানির আইনমন্ত্রী হেইকো মাস জানিয়েছেন, তার দেশ বহুবিবাহ অথবা সংখ্যালঘুদেরকে বিবাহ স্বীকৃতি দেবে না। বিভিন্ন মুসলিম দেশ থেকে জার্মানিতে বহু সংখ্যক শরণার্থী গমনের প্রেক্ষিতে এই কথা জানান জার্মান আইনমন্ত্রী।

জার্মান গণমাধ্যম বিল্ডকে তিনি বলেন, ‘যারা এখানে আসে তাদের অধিকার নেই নিজস্ব সাংস্কৃতিক মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাসকে আমাদের আইনের ওপর প্রাধান্য দেয়ার।’

ইসলামের বিধান অনুসারে একজন পুরুষ প্রয়োজনের প্রেক্ষিতে চাইলে চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারে। কিন্তু জার্মানিতে একাধিক বিবাহ নিষিদ্ধ।

মুসলিম দেশগুলো থেকে বিপুল সংখ্যক শরণার্থী নেয়ার ফলে জার্মানিতে বহুবিবাহ এবং বাল্যবিবাহ বেড়ে যেতে পারে- এমন আশঙ্কা থেকে নিজেদের আইনের কথা স্মরণ করিয়ে দিলেন দেশটির আইনমন্ত্রী।

জার্মানির আইনে একাধিক বিবাহের বিধান না থাকলেও অনেক সময় একাধিক বিবাহকে মেনে নেয়া হয়। এক্ষেত্রে স্বামী মারা গেলে তার স্ত্রীদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেয়া হয়। তবে এবার এটাও বন্ধ করতে চান আইনমন্ত্রী মাস।

তিনি বলেন, ‘প্রত্যেককে অবশ্যই আইন মেনে চলতে হবে। সে এদেশে বড় হয়েছে, বা অন্য স্থান থেকে এখানে এসে পৌঁছেছে- সবার ক্ষেত্রেই একই বিধান।’ এছাড়া জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহও মেনে নেয়া হবে না বলে জানান তিনি।