আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ একে বলে ভাগ্য: ঘাটে বাঁধা নৌকায় লাফিয়ে উঠল বিশালাকারের বোয়াল!

একে বলে ভাগ্য: ঘাটে বাঁধা নৌকায় লাফিয়ে উঠল বিশালাকারের বোয়াল!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৪, ২০২১ , ৩:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলায় ঘাটে বাঁধা পরিত্যক্ত নৌকায় পাঁচ কেজি ওজনের একটি বোয়াল মাছ পাওয়া গেছে। মাছটির বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার জগমনেরচর নৌকাঘাটে মাছটি পেয়েছেন পছির উদ্দিন নামে এক মাঝি। ধরলা নদী থেকে ঘাটে বাঁধা নৌকায় মাছটি লাফিয়ে পড়তে পারে বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, পছির উদ্দিন সোমবার রাতে ধরলা নদীর ঘাটে নৌকা বেঁধে বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে এসে নৌকায় জমানো পানি নিষ্কাশন করতে গিয়ে দেখেন বিশালাকারের একটি বোয়াল মাছ। মাছটির ওজন পাঁচ কেজি।
ধারণা করা হচ্ছে, মাছটি রাতে লাফ দিয়ে নৌকায় পড়েছে। মাছটি তিনি বাড়িতে নিয়ে গেছেন। মাছটি তিনি বিক্রি করবেন না। আত্মীয়স্বজনদের নিয়ে খাবেন। পছির উদ্দিন মাঝি বলেন, সোমবার রাতে ঘাটে নৌকাটি বেঁধে বাড়ি ফিরে যাই। সকালে এসে নৌকার পানি ওঠাতে গিয়ে দেখি, বড় একটি বোয়াল মাছ। দুজন মিলে মাছটি ধরে বাড়িতে নিয়ে যাই। খুব আনন্দ লাগছে। মাছটি বিক্রি করব না। পরিবারের সবাই মিলে আনন্দ করে খাব। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় বলেন, ধরলায় মাঝেমধ্যে বড় বোয়াল ধরা পড়ছে। মঙ্গলবার ঘাটে বাঁধা পরিত্যক্ত নৌকায় একটি বোয়াল পাওয়া যায়। মাছটি লাফিয়ে নৌকায় পড়তে পারে বলে জানান তিনি।