আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এক ইনিংসে যত রেকর্ড ভাঙলো বাংলাদেশ

এক ইনিংসে যত রেকর্ড ভাঙলো বাংলাদেশ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২২ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়নে ৩১৪/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে টাইগাররা। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ইনিংসেই একগাদা রেকর্ড গড়ে বাংলাদেশ।

সর্বোচ্চ
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৭ সালে কিম্বার্লিতে ২৭৮ রান করেছিল সফরকারী বাংলাদেশ। সে ম্যাচে অবশ্য কুইন্টন ডি কক ও হাশিম আমলার শতকে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

প্রথম
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে এই প্রথম উদ্বোধনী জুটি বাংলাদেশকে পঞ্চাশোর্ধ্ব রান এনে দিয়েছে। তামিম ইকবাল ও লিটন দাস ৯৫ রান করেছেন প্রথম উইকেট জুটিতে। আগের ৯ ওয়ানডেতে ওপেনিংয়ে সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৬।

দ্বিতীয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র দ্বিতীয়বারের মতো ৩০০ পেরিয়েছে বাংলাদেশ। প্রথম ঘটনাটি দুই দলের সর্বশেষ দেখায়। ২০১৯ বিশ্বকাপে লন্ডনের ওভাল মাঠে ৩৩০ রান করে ২১ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।


অর্ধশতকের দেখা পাওয়া বাংলাদেশি ব্যাটারের সংখ্যা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো ঘরে বা ঘরের বাইরে কোনো ম্যাচেই এক ইনিংসে দুইয়ের বেশি ব্যাটার অর্ধশতকের দেখা পাননি। এর আগে ছয় ইনিংসে দুজন ব্যাটারকে অর্ধশতক করতে দেখা গেছে।

পঞ্চম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১তম ওয়ানডেতে পঞ্চম শতরানের জুটির দেখা পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো উইকেট জুটিতেই এই প্রথম শতরান পেয়েছে বাংলাদেশ।


সেঞ্চুরিয়নে আগে ব্যাট করে প্রতিপক্ষ দলের ৩০০ রান তোলার ষষ্ঠ ঘটনা এটি। পাকিস্তান ও ইংল্যান্ড এ কাজ করেছে দুবার।

৮.৫১
মাত্র ৮১ বলে ১১৫ রান যোগ করে বাংলাদেশকে দারুণ অবস্থায় নিয়ে যাওয়া সাকিব-ইয়াসির জুটির রানরেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব কোনো জুটির ক্ষেত্রে এর চেয়ে দ্রুত রান তুলতে দেখা গেছে মাত্র দুবার। ২০০৭ সালে বিশ্বকাপের ম্যাচে সপ্তম উইকেটে ৫.১ ওভারের জুটিতে ৫৪ রান এনেছিলেন মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ আশরাফুল।

৫০
পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিজের পঞ্চাশতম পঞ্চাশ পেয়েছেন সাকিব। বাংলাদেশিদের মধ্যে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫০টি অর্ধশতক পেয়েছেন সাকিব। এ কীর্তিতে প্রথম তামিম ইকবাল।

১১৫
চতুর্থ উইকেট জুটিতে সাকিব আল হাসান ও ইয়াসির আলীর তোলা রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ। এর আগে চতুর্থ উইকেটে মাত্র একবারই পঞ্চাশের বেশি রান করেছিল বাংলাদেশ। ২০১৭ সালে কিম্বার্লিতে ৬৯ রান এনে দিয়েছিলেন মুশফিকুর রহীম-মাহমুদুল্লাহ জুটি।

১২০.৩১
সাকিব আল হাসানের স্ট্রাইক রেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মধ্যে সাকিবের ইনিংসই সবচেয়ে দ্রুতগতির। ২০১৫ সালে চট্টগ্রামে সৌম্য সরকারের করা ৭৫ বলে ৯০ রানের ইনিংসটি এতদিন শীর্ষে ছিল।