আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// এক কলেজের ৪৮ শিক্ষার্থী পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

এক কলেজের ৪৮ শিক্ষার্থী পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


নীলফামারী প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছে। এ বছর এই কলেজের ৪৮ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। পাঁচ বছরের মধ্যে এবারই নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এবার এই প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২২৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন। এর মধ্যে, ৪৮ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। আশাকরি বাকিরা ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তিনি বলেন, প্রতিবছর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ভালো ফলাফল করে। এবার মেডিকেলে গত পাঁচ বছরের মধ্যে বেশি পরিমাণে শিক্ষার্থী মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছে। এখানকার শিক্ষকরা শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো আগলে রেখে পাঠদান করান। অভিভাবকরাও সন্তানের পড়াশোনার বিষয়ে অনেক সচেতন। উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয়। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে। নতুন নাম রাখা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।