আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য এক ঘোষণায়ই তছনছ ২ কোম্পানির শেয়ার

এক ঘোষণায়ই তছনছ ২ কোম্পানির শেয়ার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রির ঘোষণার নেতিবাচক প্রভাব পড়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার দরে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি উদ্যোক্তারা কোম্পানি দুটির শেয়ার বিক্রির ঘোষণা দিলে শেয়া দরে বড় ঝাঁকুনি দেখা যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২৮ লাখ ২৫ হাজার শেয়ার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২ উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালক।
জানা যায়, গতকাল ৩ অক্টোবর ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক অবশরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই পরিচালকের কাছে কোম্পানিটির মোট ২৭ লাখ ৩৯ হাজার ৫৬৭টি শেয়ার রয়েছে।
এ কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক উম্মে কুলসুম মান্নান ৫ লাখ ৭০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১৪ লাখ ৩৭ হাজার ৯টি শেয়ার আছে। ইস্টার্ন ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক সানম্যান সোয়েটার্স ৩ লাখ ৮০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১২ লাখ ৪৩ হাজার ৯৪৯টি শেয়ার রয়েছে।
শেয়ার বিক্রির ঘোষণার আগের দিন ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫৮ টাকা ২০ পয়সা। কোম্পানিটির বিক্রির ঘোষণার দিন থেকে ৩ কার্যদিবসে দর কমে দাঁড়িয়েছে ১২০ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ৩ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩৭ টাকা ৪০ পয়সা বা ৩০.৯৬ শতাংশ।
অপরদিকে, গতকাল রোববার (৩ অক্টোবার) শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের (এনএইচএফআইএল) কর্পোরেট উদ্যোক্তা পরিচালক। ৩০ লাখ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেট উদ্যোক্তা পরিচারক ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫৬ লাখ ৩৫ হাজার ৬২৪টি শেয়ার রয়েছে। শেয়ার বিক্রির ঘোষণার আগের কার্যদিবস অর্থাৎ ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৮১ টাকা ৫০ পয়সা। শেয়ার বিক্রির ঘোষণার দিন থেকে ২ কার্যদিবসে দর কমে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ২ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ১১ টাকা ৭০ পয়সা বা ১৬.৭৬ শতাংশ।