আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এক ছবিতে কারিনা-সোনম

এক ছবিতে কারিনা-সোনম


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


ks-bg20160614121313কাগজ অনলাইন ডেস্ক: অনিল কাপুর কন্যা রিয়া কাপুর ও জিতেন্দ্র কন্যা একতা কাপুর যৌথভাবে প্রযোজনা করছেন ‘ভিরে ডি ওয়েডিং’ নামের একটি ছবি। এতে একসঙ্গে অভিনয় করবেন বলিউডের দুই হেভিওয়েট অভিনেত্রী কারিনা কাপুর খান ও সোনম কাপুর। তাদের সঙ্গে থাকছেন আরেক প্রশংসিত অভিনেত্রী সারা ভাস্কর ও উঠতি তারকা শিখা তালসানিয়া।

ছবিটির চিত্রনাট্যে বিনোদনের মোড়কে সমকালীন ভারতীয় নারীদের আত্মানুসন্ধানের কথা তুলে ধরা হয়েছে। এমন গল্পের জন্য কারিনা ও সোনমের চেয়ে আর কারা ভালো অভিনয় করতে পারবেন! কারণ দু’জনই নারীর জয়গান গাওয়া হয়েছে এমন ছবিতে কাজ করেছেন সবশেষ। বেবো (কারিনার ডাকনাম) ‘কি অ্যান্ড কা’ আর সোনমকে দেখা গেছে ‘নীর্জা’য়।

সোনমের বোন রিয়া এরই মধ্যে দিল্লিতে ছবিটির প্রস্তুতি শুরু করেছেন। এটি পরিচালনা করবেন শশাঙ্ক ঘোষ। দিল্লির পরের ধাপের কাজ করতে কারিনা-সোনমকে নিয়ে ইউনিট যাবে থাইল্যান্ডে।