আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এক ছবির জন্য সর্বোচ্চ পাঁচ কোটি টাকা নেন সামান্থা

এক ছবির জন্য সর্বোচ্চ পাঁচ কোটি টাকা নেন সামান্থা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২২ , ৩:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : তেলুগু ও তামিল চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। ইন্ডাস্ট্রিতে তার বয়স প্রায় ১২ বছর। এক দশকেরও বেশি সময় একাধিক ছবি করে সফল হয়েছেন তিনি। শোনা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সামান্থা। প্রথম স্থানে রয়েছে গত বছর বলিউডে কাজ শুরু করেছেন তিনি, সফল সেখানেও। তাক লাগিয়েছিলেন ‘ফ্যামিলি ম্যান’ সিনেমাটি করে। এদিকে একের পর এক সাফল্যের সুযোগে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে নিয়েছেন সামান্থা। এক ছবির জন্য তিনি তিন থেকে পাঁচ কোটি টাকা প্রারিশ্রমিক নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রযোজনা সংস্থা এবং আরও কিছু বিষয় দেখেশুনে সামান্থা তার পারিশ্রমিক ঠিক করেন বলেও জানা গেছে। সম্প্রতি আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গেছে সামান্থাকে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এই আইটেম গানে কাজ করতে দেড় কোটি টাকা চেয়েছিলেন সামান্থা। কিন্তু পরবর্তীতে ওই গানের জন্য এই অভিনেত্রী পাঁচ কোটি টাকা পেয়েছেন বলে শোনা যায়।