আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে ‘সিডি চয়েস মিউজিক’

এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে ‘সিডি চয়েস মিউজিক’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে অডিও-ভিডিও কোম্পানি ‘সিডি চয়েস মিউজিক’। এ জন্য বেশ আনন্দিত প্রতিষ্ঠানটির কর্ণধার এমদাদ সুমন। সবাইকে শুভেচ্ছা-অভিনন্দনও জানিয়েছেন তিনি। এমদাদ সুমন তার ফেসবুক ওয়ালে লিখেন- ‘আল্লাহ্ রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে, তার অশেষ রহমতে ‘সিডি চয়েস মিউজিক’ পরিবার আজকে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। আমাদের এই সফলতার পিছনে যাদের দোয়া ও ভালোবাসা রয়েছে তাদের মধ্যে প্রথম হচ্ছেন আমার প্রানপ্রিয় বাবা-মা ও আমার পরিবার। আর যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না তারা হচ্ছেন -সকল সাবস্ক্রাইবার, শিল্পী, কলা-কৌশুলী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, বিনোদন সাংবাদিক ভাই-বোনগন। আর বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রথম এমসিএন বন্ধু রায়হান শরীফ (লাইকা নেটওয়ার্ক), পরবর্তীতে এমসিএন বঙ্গ নেটওয়ার্ক পরিবার, যারা দিন-রাত পাশে থেকে আমাদের সহযোগীতা করেছেন। এছাড়াও সিডি চয়েস মিউজিক পরিবারের প্রতিটি সদস্যর প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা যারা সঠিকভাবে কাজ না করলে আমি একা এই পথ পারি দিতে পারতাম না। বাদ থেকে যায় আমার শ্যালক আনোয়ার হোসেন শ্রাবণ (সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন) তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। যতদিন বেচেঁ আছি আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে পথ চলতে চাই। চলার পথে কোন ভূল-ভ্রান্তি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই পরিশেষে সকলের কাছে বিনীত অনুরোধ আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, ভুলে যাই সকল হিংসা, বিভেদ। এই নশ্বর পৃথিবীতে আমাদের সবার একদিন চলে যেতে হবে তাই অহংকার ও ক্ষমতার বড়াই করে কেউ স্থায়ীভাবে টিকে থাকতে পারবো না। তাই মরণের কথা স্মরন করে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মিলেমিশে বাঁচি….।