এক সপ্তাহে চীনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৫, ২০২৩ , ৫:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : চীন গত পহেলা জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে দুই লাখ ১৬ হাজার ১৯ জনের করোনা সংক্রমণের তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার চীন করোনা সম্পর্কিত পাঁচটি নতুন মৃত্যুর খবর দিয়েছে। এর ফলে দেশটিতে সরকারিভাবে প্রকাশিত মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ২৫৮তে পৌঁছলো।
গত ৭ ডিসেম্বর চীন করোনার বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে করোনার রোগী দিয়ে পূর্ণ হয়েছে। ডিসেম্বরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিযোগ করেছিল, চীন করোনায় সংক্রমণ ও মৃত্যুর তথ্য সরবরাহ করছে না।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর ‘অতি সংকীর্ণ’ সংজ্ঞার সমালোচনা করেছে। এছাড়া চীন যে পরিসংখ্যান সরবারহ করছে তাতে করোনার প্রাদুর্ভাবের প্রকৃত চিত্র প্রকাশ করছে না বলে অভিযোগ করেছে সংস্থাটি।