আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ এতিম শিশুটির দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

এতিম শিশুটির দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২১ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : মা-বাবা হারা ১০ বছরের আলোচিত সেই শিশু রফিকুল ইসলামকে লালন-পালনের দায়িত্বভার নিলেন নওগাঁর রাণীনগরের গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে এবং সম্মতিতে ইউপি চেয়ারম্যান শিশুটির দায়িত্ব নেন। শিশু রফিকুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত বাদেশ মণ্ডলের ছোট ছেলে। সে দ্বিতীয় শ্রেণীতে লেখা-পড়া করে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন জানান, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন শিশুটিকে লালন-পালনের ইচ্ছে পোষণ করেন। পরে শিশু রফিকুলের পরিবারের লোকজনের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে সাময়িকভাবে রফিকুলকে লালন-পালনের দায়িত্বভার দেওয়া হয়েছে ইউপি চেয়ারম্যান হাসানকে। এছাড়াও, শিশুটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করাসহ তার খোঁজ-খবর নেওয়া হবে বলে জানান তিনি।
ইউএনও জানান, গত শনিবার রাতে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে স্টেশনে শিশু রফিকুলকে পাওয়া যায়। রবিবার দুপুরে সেখানকার স্থানীয় সোনার বাংলা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এসএম হেলাল খন্দকার শিশুটিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যান। পরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের বিষয়টি জানান। এরপর বুধবার শিশু রফিকুলকে রাণীনগরে নিয়ে আসা হয়।
ইউপি চেয়ারম্যান হাসান বলেন, ‘শিশুটির মা-বাবা কেউ বেঁচে নেই। বড় ভাই ও ভাবির কাছে থাকত। তাদের অভাবের সংসারে বড় ভাইটিও শারীরিকভাবে অক্ষম। তাই শিশু রফিকুলকে লালন-পালনের দায়িত্বভার আমি নিয়েছি।’