আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এন্ড্রু কিশোরের চলে যাওয়ার তিন বছর

এন্ড্রু কিশোরের চলে যাওয়ার তিন বছর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ জুলাই)। এ উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এন্ড্রু কিশোরের প্রতিষ্ঠিত সংগঠন ওস্তাদ আব্দুল আজিজ স্মৃতি সংসদের সদস্যরা সকালে রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিস্টান সম্প্রদায়ের সমাধিস্থলে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন প্লেব্যাক সম্রাটের ঘনিষ্ঠজনেরা। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর এন্ড্রু কিশোরের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সেখানে এন্ড্রু কিশোরের সহধর্মিণী লিপিকা এন্ড্রু বলেন, তাঁর স্বামীর স্মৃতি রক্ষায় দেশে একটি স্টার গ্যালারি করা প্রয়োজন। সেইসঙ্গে তাঁর গানগুলো যেন হারিয়ে না যায় তার ব্যবস্থা নেওয়া দরকার।

তারা বলেন, কালজয়ী এই শিল্পির স্মৃতি রক্ষায় রাজশাহীতে তাঁর একটি প্রতিকৃতি নির্মাণ করা প্রয়োজন। এছাড়া সড়ক কিংবা যেকোনো প্রতিষ্ঠানের নামকরণ তাঁর নামে হওয়া দরকার। বিষয়টি নিয়ে তারা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কথা বলবেন।

এন্ড্রু কিশোর রাজশাহীতে জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালের ৪ নভেম্বর। ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন। এরপর জাদুকরি কণ্ঠ নিয়ে তাকে আর পেছনে ফিরতে হয়নি। শুধু বাংলা চলচ্চিত্রেই তিনি প্লেব্যাক করেছেন ১৫ হাজারের বেশি গানে। সর্বোচ্চ আটবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।