আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় এন্ড্রু কিশোর জীবনে যেসব পুরস্কার পেয়েছেন

এন্ড্রু কিশোর জীবনে যেসব পুরস্কার পেয়েছেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২০ , ২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর সোমবার (৬ জুলাই) রাজশাহীতে মারা গেছেন।  কিংবদন্তি এই শিল্পীর জীবনে পুরস্কারের কোন কমতি ছিল না।  তিনি মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাচসাস পুরস্কার পেয়েছেন ৫ বার। এছাড়াও মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সাল ও নির্বাচিত গান:
১৯৮২: বড় ভাল লোক ছিল
১৯৮৭: সারেন্ডার
১৯৮৯: ক্ষতিপূরণ
১৯৯১: পদ্মা মেঘনা যমুনা
১৯৯৬: কবুল
২০০০: আজ গায়ে হলুদ
২০০৭: সাজঘর বিজয়ী
২০০৮: কি যাদু করিলা
সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান তিনি।
বাচসাস পুরস্কারের সাল ও নির্বাচন গান:
১৯৮৭: স্বামী স্ত্রী
২০০১: প্রেমের তাজমহল
২০০৮: মনে প্রাণে আছ তুমি
২০১০: গোলাপী এখন বিলাতে
এছাড়াও ১৯৯৮ সালে পদ্ম পাতার পানি’ গানটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পান তিনি।