এফডিসিতে ৩৫টি সিসি ক্যামেরা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৩:৫৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
কাগজ অনলাইন বিনোদন : নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। দেশীয় চলচ্চিত্র শিল্পের এই প্রাণকেন্দ্রে সরকারিভাবে ৩৫টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
সোমবার সরেজমিনে এফডিসিতে গিয়ে দেখা গেলো, সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। এফডিসি সূত্র জানায়, সব মিলিয়ে ৩৫টি সিসি ক্যামেরার আওতায় থাকবে এফডিসি। ইতিমধ্যে উন্নতমানের কয়েকটি ক্যামেরার কার্যক্রম চালু হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে ৩৫টি ক্যামেরাই চালু হবে।
টেন্ডারের মাধ্যমে এই কাজটি করছে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড। তারা জানায়, সিসি ক্যামেরাগুলো উন্নতমানের। ঝড়-বৃষ্টিতেও এগুলো সক্রিয় থাকবে।
এ প্রসঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান, এফডিসির প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ সব স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। শিল্পী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি এই উদ্যোগ বেশ প্রশংসনীয় হবে বলে মন্তব্য করেন তিনি।