আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড এবার অহিওতে ২ জনকে গুলি করে হত্যা

এবার অহিওতে ২ জনকে গুলি করে হত্যা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৪:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


21অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: মাত্র একদিনের ব্যবধানে এবার যুক্তরাষ্ট্রের অহিও অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশনের পাশে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের একজন তরুণ অপরজন তরুণী। এর আগে গত রোববার ফ্লোরিডায় একটি নাইট ক্লাবে এক হামলায় ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার (১৩ জুন) বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ হত্যাকাণ্ডের খবর দেয়। কারা এ হামলা চালিয়েছে তা তৎক্ষণাৎ জানা যায়নি।

খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার (১২ জুন) দিবগত রাত ২টা ৫০ মিনিটে অহিও অঙ্গরাজ্যের হার্ভার্ড অ্যাভিনিউয়ের ই-৯৩ ভ্যালিরো গ্যাস স্টেশনের বাইরে গুলির ঘটনাটি ঘটে। গুলির ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর মরদেহ দেখতে পান।