আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার অ্যাকশন সিনেমায়দিশা পাটানি

এবার অ্যাকশন সিনেমায়দিশা পাটানি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২০ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  নতুন সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনস। ছবির নাম ‘যোদ্ধা’। এটি পরিচালনা করবেন নির্মাতা শশাঙ্ক খৈতান। আর এই অ্যাকশন সিনেমাটিতে দিয়ে নতুনরূপে হাজির হতে চলেছেন দিশা পাটানি। শুধু তাই নয়, এই ছবিতে দিশার বিপরীতে থাকবেন শহিদ কাপুর। এই প্রথম বার তারা জুটি বাঁধবেন।

শহিদের হাতে রয়েছে এখন ‘জার্সি’ ছবির কাজ। এটির শুটিং শেষ করে নেটফ্লিক্সের একটি ছবি করবেন। তারপরেই নামবেন শশাঙ্কের ছবির কাজে। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ফেব্রুয়ারি নাগাদ এই ছবির কাজ শুরু হবে। এই ছবিতেই একটি বিশেষ চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফের কাছে প্রস্তাব গিয়েছে। তবে অভিনেত্রীর তরফ থেকে এখনও কোনও জবাব আসেনি। শশাঙ্কের দু’টি ছবির কাজ পিছিয়ে গিয়েছে। বরুণ ধাওয়নকে নিয়ে ‘মিস্টার লেলে’ এবং পিরিয়ড ছবি ‘রণভূমি’ করার কথা ছিল পরিচালকের। তবে সেগুলি বানচাল হওয়ায় ‘যোদ্ধা’ নিয়েই ময়দানে নামছেন শশাঙ্ক।