আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড বিসিবি নারী ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা দেবে

বিসিবি নারী ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা দেবে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২০ , ৬:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


 স্পোর্টস রিপোর্টার : নারী ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৮-১৯ মৌসুমে নারী জাতীয় ক্রিকেট লিগ এবং ২০১৯-২০ মৌসুমে বিসিবির ক্যাম্পে যাদের ডাকা হয়েছিল, এমন সব নারী ক্রিকেটারকে এককালীন ২০ হাজার টাকা করে দেয়া হবে।

কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিসিবির সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নারী ক্রিকেটারদের সব টুর্নামেন্টও রয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘ছেলেদের মতো মেয়ে ক্রিকেটারদেরও আয়ের মূল উৎস ঘরোয়া ক্রিকেট। কোভিড-১৯ পরিস্থিতির দরুন নারী ক্রিকেটারদের প্রস্তুতি শিবিরও বন্ধ রয়েছে। মেয়ে ক্রিকেটাররা বাধ্য হয়ে ঘরে বসে আছে। এই সময়ে তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।’