আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

এবার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২০ , ২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বরাবরের মতো আসন্ন ঈদেও একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। মৌলিক গান নিয়েই হাজির হবেন তিনি। ইতোমধ্যে গানগুলোর রেকর্ডিংও শেষ হয়েছে। শেষ হয়েছে বেশ কয়েকটি গানের ভিডিও দৃশ্যের ধারণ। বিশ্বের নানা দেশের লোকেশনে গানগুলো চিত্রায়িত হয়েছে বলে জানানো হয়েছে। এবারও নিজের চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে ওই সঙ্গীতায়োজন। চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। ড. মাহফুজুর রহমানের এবারের গানগুলো লিখেছেন দেশসেরা গীতিকবিরা। সুর ও সংগীতায়োজনেও চমক থাকবে বলে জানানো হয়। মেলোডি ধাঁচের প্রেম-বিরহের ধাচের গান করেন মাহফুজুর রহমান। এবারও তার ব্যতিক্রম থাকছে না। গানের প্রতি দূর্বলতা থেকে ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। প্রচার হয় এটিএন বাংলায়। প্রথমবারের সেই একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয় আলোচনা-সমালোচনাও। এতেও না দমে নিয়মিত গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ঈদে।