আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার করোনায় আক্রান্ত অর্জুন রামপাল

এবার করোনায় আক্রান্ত অর্জুন রামপাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২১ , ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  এবার করোনায় আক্রনাত হয়েছেন বলিউডের আরেক তারকা অর্জুন রামপাল। এমন তথ্য সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার কোনও উপসর্গ নেই।

সামাজিক মাধ্যমের পোস্টে অর্জুন লিখেন, আমি করোনায় আক্রান্ত। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসা বাড়ি থেকেই চলছে। যা নিয়ম মানতে হয়, সবটাই মেনে চলছি।

অর্জুন আরও লিখেন, যারা গত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে জরুরি ব্যবস্থা নিন। এই সময়টা ভয়ংকর। কিন্তু যদি আমরা সকলে কিছুদিনের জন্য বুদ্ধি খাটিয়ে পদক্ষেপ নিই, তাহলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে। আমরা সকলে একজোট হয়ে করোনার সঙ্গে লড়াইয়ে জিতবই।