এবার ছেলের বাবা হলেন আশরাফুল
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২০ , ৩:৫৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : করোনাকালের মাঝেই সুখবর দিলেন বাংলাদেশে ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বিকালে দ্বিতীয় সন্তানের জনক হয়েছেন তিনি। আশরাফুল-আনিকা দম্পতির ঘরে এসেছে ছেলে সন্তান। ২০১৬ সালে প্রথমবার কন্যা সন্তানের বাবা হন আশরাফুল। মেয়ের নাম রাখেন আরিবা তাসনিম আশরাফুল। শুক্রবার আশরাফুল দ্বিতীয় সন্তান জন্মের সুখবরটা দিয়েছেন ফেসবুকেই। ছেলে ও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বিকাল ৫টা ১৫ মিনিটে আল্লাহ আমাদের ছেলে সন্তান উপহার দিয়েছেন। অর্চি ও ছেলে দুজনেই সুস্থ আছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।’