আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এবার ছেলের বাবা হলেন সাকিব

এবার ছেলের বাবা হলেন সাকিব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আগে থেকেই তার ঘর আলো করে রেখেছে দুই মেয়ে। সাকিব আল হাসানের ঘরের আলোটা আরও বেড়ে গেল। তাদের দুই কন্যা পেল নতুন খেলার সঙ্গী। বিশ্বসেরা অলরাউন্ডার স্বাগত জানালেন পরিবারের আরও এক নতুন অতিথিকে।
প্রিয় সহধর্মিণী উম্মে আহমেদ শিশির এবার সাকিবকে উপহার দিয়েছেন ফুটফুটে এক ছেলে সন্তান। সাকিব আল হাসানের পারিবারিক সূত্র খবরটি নিশ্চিত করে জানিয়েছে, সাকিবের তনয় ও স্ত্রী শিশির দুজনেই সুস্থ আছেন। প্রথম কন্যা আলাইনা হাসান অব্রিকে পৃথিবীতে স্বাগত জানান সাকিব ২০১৬ সালে। গত বছর আসে পরিবারের আরেক সদস্য ইররাম হাসান। দুই তনয়ার মতো তার পুত্র সন্তানও ভূমিষ্ঠ হলো সুদূর যুক্তরাষ্ট্রে।
২০২১ সালের ১ জানুয়ারি তৃতীয় সন্তানের আগমনী বার্তা জানিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন সাকিব।