আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব এবার জাপান আঘাতে সক্ষম নতুন মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এবার জাপান আঘাতে সক্ষম নতুন মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২১ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : এবার জাপানে আঘাত হানতে সক্ষম এমন একটি দূরপাল্লার নতুন ক্রুস মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘কেসিএনএ’ সোমবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মিসাইল ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে না। কেননা, তারা আগেই উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। কিন্তু এটি প্রমাণ করল যে দেশটি খাদ্য ঘাটতি এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও শক্তিশালী অস্ত্র তৈরিতে সক্ষম। কেসিএনএ বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা উত্তর কোরিয়ার নিরাপত্তা আরও দৃঢ় করল এবং দেশের জন্য শত্রু বাহিনীর সামরিক কৌশলের বিরুদ্ধে আরেকটি কার্যকর প্রতিরোধ সক্ষমতা অর্জন। সূত্র: বিবিসি