আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার ঢাকার নুসরাতের সঙ্গে যশ

এবার ঢাকার নুসরাতের সঙ্গে যশ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ৩:৩৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ভারতের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানকে নিয়ে গেল দুই বছর ব্যাপক আলোচনা-সমালোচনায় হয়েছে সবখানে। ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে সংবাদের শিরোনামও হয়েছে বহুবার। সবশেষে জানা যায়, পর্দার সহকর্মী নায়িকা নুসরাত জাহানকেই বিয়ে করেছেন। আর তাদের ঘরেই এসেছে সন্তান। এবার আবারও নুসরাতের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন যশ। তবে সেটা কলকাতার নুসরাত জাহান নয়, বাংলাদেশের নুসরাত ফারিয়া।

আবারও কলকাতার ছবিতে দেখা যাবে ফারিয়াকে। বিষয়টি জানিয়েছেন চিত্রনায়িকা নিজেই। সিনেমার নাম ‘রকস্টার’। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। আর আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এর শুটিং। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

তারা জানায়, সিনেমাটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জানা গেছে, শুটিং শুরু হলেও আজ ফারিয়া এতে যুক্ত হচ্ছেন না। দু’একদিনের মধ্যেই তিনি কলকাতা গিয়ে এর কাজে অংশ নেবেন। আর আগামী ৩ মার্চ শেষ হবে এর শুটিং।

উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান‘ ও ‌‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও কলকাতার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।