আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার পরীমর বিরুদ্ধে বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ

এবার পরীমর বিরুদ্ধে বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২১ , ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির উপর থেকে শনিরদশা যেন পিছু ছাড়ছে না। গত কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনাতো চলছেই। এরই মধ্যে অভিযোগের পর অভিযোগ আসছে তার বিরুদ্ধে। ঢাকা বোট ক্লাব ও গুলশান অল কমিউনিটি ক্লাবের পর চলচ্চিত্র নায়িকা পরীমনির বিরুদ্ধে এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠেছে। ওই ক্লাবের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক তারকা দম্পতির অনুষ্ঠানে হাজির হয়ে কোনো কারণে ক্ষীপ্ত হয়ে বনানী ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটান পরীমনি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা না হলেও ক্লাবের রেজিস্ট্রারে ‘অপ্রীতিকর’ ঘটনা হিসেবে নথিবদ্ধ আছে।

পরীমনির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বনানী ক্লবের সভাপতি রুবেল আজিজ বলেন, ‘তিনি (পরীমনি) আমাদের ক্লাবের মেম্বার নন। তবে মাস ছয়েক আগে বনানী ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালান। ওই অনুষ্ঠানটি ক্লাবের একজন সদস্য আয়োজন করেছিলেন। এ ঘটনাটি আইনশৃঙ্খলাবাহিনীকে না জানালে নিয়ম অনুযায়ী ক্লাবের স্টাফরা রেজিস্ট্রার খাতায়ও বিষয়টি লিখে রাখেন।
এ প্রসঙ্গে পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, গুলশান অল কমিউনিটি ক্লাব ও বনানী ক্লাবে ভাঙচুরের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে দুটি ঘটনাতেই ক্লাব কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

এর আগে গত ৮ জুন বোট ক্লাবের ঘটনার আগের দিন মধ্যরাতে গুলশানে অল কমিউনিটি ক্লাবে পরীমণি ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গেলেও তা চাওর হয় ৯ দিন পর। ভাঙচুরের অভিযোগকে বানোয়াট উল্লেখ করে পরীমনি দাবি করেছেন, তার বিরুদ্ধে চক্রান্ত চলছে।