আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার প্রসেনজিৎ-এর সঙ্গে মিথিলা

এবার প্রসেনজিৎ-এর সঙ্গে মিথিলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২০ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক  :  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এক হয়েছেন। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের বিয়ের পর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো। অনেকেই নবদম্পতির প্রশংসা করে ছবিগুলোর কমেন্ট বক্স ভাসিয়েছেন। আবার কেউ কেউ বিরূপ, তীব্র কটাক্ষ ও আপত্তিকর মন্তব্যও করেছেন। তবে সবকিছু এড়িয়ে তাদের সুখের সংসার কিন্তু চলছেই।

সম্প্রতি সৃজিত স্ত্রী মিথিলাকে দেখা গেছে বাংলার কিংবদন্তী নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে।  তার জন্মদিন। আর সেই উপলক্ষেই শুভেচ্ছা জানিয়ে টুইটারে তাদের দুজনের একটি ছবি পোস্ট করেছেন মিথিলা। ক্যাপশনে ছিলো- হ্যাপি বার্থডে প্রসেনজিৎ দা।

ছবিতে মিথিলার পরনে গোল্ডেন চিকন পাড়ের মেরুন রঙের শাড়ি দেখা যায়। খোলা চুল এবং স্লিভলেস ব্লাউজে মিথিলাকে বেশ মানিয়েছে। অপরদিকে প্রসেনজিৎ পরেছিলেন অফহোয়াইট টি-শার্ট এবং জিন্স। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করার পর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন প্রসেনজিৎ।