আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এবার বাংলাদেশ ফুটবল দলের কোচ মারিও লেমস

এবার বাংলাদেশ ফুটবল দলের কোচ মারিও লেমস


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২১ , ১২:০৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিংয়ে পরিবর্তন আসে। জেমি ডে’কে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় অস্কার ব্রুজনকে। খণ্ডকালীন দায়িত্ব নিয়ে সাফ শেষ করেছেন এই স্প্যানিশ কোচ। সামনে আরেকটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া চারজাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের ডাগ আউটে আবারও পরিবর্তন আসছে। এবার প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারিও লেমস।
জাতীয় দলের টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।