আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এবার ভারতীয় ক্রিকেটেও বর্ণবিদ্বেষের ছায়া!

এবার ভারতীয় ক্রিকেটেও বর্ণবিদ্বেষের ছায়া!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০২০ , ৩:৪৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সম্প্রতি জাতীয় দলে খেলে যাওয়া ব্যাটসম্যান অভিনব মুকুন্দ সামাজিক মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছেন। অভিনবের অভিযোগ, কালো হওয়ায় দেশের যে প্রান্তেই তিনি যান, সেখানেই তাঁকে প্রাপ্য সম্মান দেওয়া হয় না। উল্টো হেনস্তা করা হয়। বিভিন্ন রকম নামে ডাকা হয়।

অভিনবের কথার রেশ ধরে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন জাতীয় দলে খেলে যাওয়া আরেক প্রাক্তন তারকা ডোড্ডা গণেশ। ডোড্ডা গণেশের দাবি, কালো হওয়ায় সতীর্থদের কাছেই হেনস্তার শিকার হতে হয়েছে তাঁকে। সেসবের সাক্ষী ছিলেন এক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার খোদ।

ডোড্ডা গণেশ বলেন, অভিনব মুকুন্দের গল্প শোনার পর আমার মনে পড়ছে কীভাবে খেলার সময় আমাকে বর্ণবিদ্বেষের শিকার হতে হতো। শুধু একজন কিংবদন্তী ভারতীয় তারকা সেসব ঘটনার সাক্ষী আছেন। তবে সেসব বিদ্বেষমূলক মন্তব্য আমাকে আরো শক্ত করেছে। আর সেজন্যই আমি জাতীয় দলের হয়ে খেলতে পেরেছি। কর্ণাটকের হয়ে ১০০ ম্যাচ খেলেছি। সে সময় আমি বর্ণবিদ্বেষমূলক মন্তব্যগুলির গুরুত্ব বুঝতাম না। প্রতিবাদ করার কোনো জায়গাও ছিল না। আশা করব ভবিষ্যতে আর কোনো ভারতীয়কে এই সমস্যার সম্মুখীন হতে হবে না।

উল্লেখ্য, গণেশ ১৯৯৭ সালে দেশের হয়ে চারটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলেছেন। কর্ণাটকের হয়ে ১০০টির বেশি রনজি ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ৩৬৫ টি উইকেটের মালিক তিনি।

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড চোখ খুলে দিয়েছে ক্রীড়ামহলের। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে ৯ মিনিট ধরে হাঁটুর নিচে চেপে রেখেছিল শেতাঙ্গ পুলিশ। একযোগে বিশ্বব্যাপী বর্ণবিদ্বেষের প্রতিবাদ করছেন ক্রীড়া জগতের ব্যাক্তিত্বরা।