আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য এবার ভারত থেকে তেঁতুল বিচি আমদানি

এবার ভারত থেকে তেঁতুল বিচি আমদানি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২১ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনাজপুর প্রতিনিধি: এবার ভারত থেকে আমদানি করা হয়েছে তেঁতুল বিচি! যদিও দেশের মানুষ তেঁতুল খাবারের পর সেই বিচিগুলো ফেলে দেয় বিভিন্ন জায়গায়। দেশে যার কোনো মূল্য নেই, সেই তেঁতুল বিচি প্রথমবারের মত ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। গতকাল শনিবার (৬ মার্চ) বিকেলে ভারত থেকে চট্টগ্রামের উজ্জল শাহ নামের এক আমদানিকারকের তেঁতুল বিচি বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। পরপরই আরও দুটি তেঁতুল বিচি বোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে।
তেঁতুল বিচি আমদানির বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার জানান, দেশে মশার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকায় প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারে ভালো দাম রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি হয়েছে।