আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার ‘ভালোবাসার শহরে’ জয়া

এবার ‘ভালোবাসার শহরে’ জয়া


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


5কাগজ অনলাইন বিনোদন: ফড়িং খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রয় চৌধুরীর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া। সিনেমাটির নাম ‘ভালোবাসার শহর-সিটি অব লাভ’। এটিই জয়ার প্রথম কোন শর্টফিল্ম। সিনেমাটির শুটিং শেষ হয়েছে বেশ আগেই। পোস্ট প্রোডাকশনের কাজও শেষ। অপেক্ষা শুধুই মুক্তির।

এর আগে ছবিটির মোশন পিকচার প্রকাশ করা হয়েছে গতকাল। সেটি ফেসবুক পেজে শেয়াও করেছেন জয়া। এতে থাকছে একটি লোকজ গান। গানটি জয়ার ভীষণ পছন্দের। শিগগিরই শর্টফিল্মটি  ইউটিউবে রিলিজ পাবে।

জয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, অরুন মুখোপাধ্যায় ও সোহিনী সরকার।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া অভিনীত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’। মুক্তির পর এটি দারুণ প্রশংসিত হয়েছে। ‘খাঁচা’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মাণাধীন এ ছবিটি পরিচালনা করছেন আকরাম খান।

কলকাতায় মনোজ মিশিগানের পরিচালনায় ‘আমি জয় চ্যাটার্জি’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন জয়া। এ ছাড়া অরিন্দম শীলের পরিচালনায় ‘ঈগলের চোখ’ ছবিটিও মুক্তির অপেক্ষায় আছে তার।

বর্তমানে জয়া ব্যস্ত আছেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্র নিয়ে।