এবার রাজশাহীতেও করা যাবে করোনা শনাক্তের পরীক্ষা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২০ , ৯:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
রাজশাহী প্রতিনিধি : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের পরীক্ষা করা যাবে রাজশাহীতেও। রাজশাহী মেডিকেল কলেজে ল্যাবটি বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই সেখানে করোনার পরীক্ষা শুরু হবে। ল্যাবটির ইনচার্জ রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, ঢাকা থেকে টেকনিশয়নদের দুটি দল পাঁচদিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছে। পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপন কাজ শেষ হয়েছে মঙ্গলবার। ২০০টি কিট এবং ৪০টি পিপিই পাওয়া গেছে। বুধবার সকাল থেকে প্রশিক্ষণ শুরু হয়। হাতে কলমে প্রশিক্ষণ শেষে শিগগিরই ল্যাবটি চালু করা হবে। ডা. সাবেরা গুলনাহার আরো বলেন, আগেই ভিডিও কনফারেন্সে আমাদের লোকজনের প্রশিক্ষণ হয়ে গেছে। করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়ো-কেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট। এখন হাতে কলমে শেখানো হবে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী বলেন, সবাইকে বিভাগ ভাগ করে দেয়া হয়েছে। ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. বুলবুল হাসান বলেন, মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে ল্যাবটি পরিচালনা করবে।