আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এবার লিভারপুল কেনার চেষ্টায় পিএসজির মালিক

এবার লিভারপুল কেনার চেষ্টায় পিএসজির মালিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই) এবার হাত বাড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) জায়ান্ট ক্লাব লিভারপুলের দিকে। এর মধ্যে তাদের মালিকানায় আছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিউএসআইয়ের চেয়ারম্যান হিসেবে আছেন নাসের আল খেলাইফি, তারই দল পিএসজি।  ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট গোলডটকম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। ইতোমধ্যে ইপিএলে ম্যানচেস্টার সিটির মালিকানা আরব আমিরাতের আবুধাবি ইউনাইটেড গ্রুপ, নিউ ক্যাসলের মালিকানা সৌদি আরবের কোম্পানির হাতে।

যদি লিভারপুলকে খেলাইফি কিনে নিতে পারেন তাহলে এটি হবে ইপিএলের তৃতীয় ক্লাব যাদের মালিকানা মধ্যপ্রাচ্যর হাতে। লিভারপুলের মালিকানা এখন যুক্তরাষ্ট্রের ফেনওয়ে গ্রুপের হাতে। তারা ঐতিহ্যবাহী ক্লাবটি বিক্রি করতে চাচ্ছে বলে গুঞ্জন আছে।

ফেনওয়ে স্পোর্টস গ্রুপ লিভারপুলের জন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার চেয়েছে। ইতোমধ্যে তারা বিক্রির চুক্তি সম্পন্ন করার জন্য ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাকস এবং মর্গান স্ট্যানলিকে যুক্ত করেছে।  তবে কাতারি সাংবাদিক মোহাম্মদ সাঈদ আল কাবি জানিয়েছিলেন চূড়ান্ত সংবাদ। তিনি জানান, ‘কাতার লিভারপুল ক্লাব অধিগ্রহণের জন্য চেষ্টা করছে। তারা এটি নেওয়ার জন্য গুরুত্ব সহকারে আগ্রহ প্রকাশ করেছে। এখন পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়নি। আমরা সামনের আরও কয়েকটি দিন দেখি।’