আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এবার সাব্বিরের বর্ণবাদী আচরণ!

এবার সাব্বিরের বর্ণবাদী আচরণ!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২১ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ক্যারিয়ারের শুরু থেকে বিতর্ক সাব্বির রহমানের নিত্যসঙ্গী। আবারও বিতর্কে জড়ালেন এই ডান-হাতি ব্যাটসম্যান। তার বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ। ঢাকা লিগের ম্যাচে প্রতিপক্ষ দলের ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন। গায়ের রং নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন। তাকে ঢিল ছুড়েছেন। সিসিডিএমকে রূপগঞ্জের ক্রিকেটার সাব্বিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে শেখ জামাল। সোমবার বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে ম্যাচে বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানিকে গালাগাল করেন সাব্বির। বুধবার বিকেএসপিতে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ইলিয়াস সানি। দুপুরে বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলতে সাব্বির রূপগঞ্জের টিম বাস থেকে নেমে ভেন্যুর পথে যাওয়ার সময় ইলিয়াস সানিকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেন। ইলিয়াস সানি আম্পায়ারকে জানালে আম্পায়ার বিষয়টি ম্যাচ রেফারিকে অবহিত করেন।
ইলিয়াস সানি বলেন, ‘আজ (বুধবার) আমি ফিল্ডিং করছিলাম। সাব্বির পেছন থেকে আমাকে কালো, কালো বলে বিদ্রুপ করছিল। আমি গুরুত্ব দিইনি। এরপর সে আমাকে ইট ছুড়ে মারে। আগের ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে আমি সিনিয়র ক্রিকেটার হওয়ার পরও গালি শুনেছি।’ তবে সাব্বির সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি কেন এগুলো করতে যাব? কিছুই করিনি আমি। ইলিয়াস সানি ভাইয়ের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।’