আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// এবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে অব্যাহতি

এবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে অব্যাহতি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২০ , ১:৩১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার বেসরকারি একটি টেলিভিশনে এমন সংবাদ প্রকাশ হয়েছে। জানা গেছে, করোনাভাইরাসের টেস্ট জালিয়াতির অভিযোগে সিলগালা করা রিজেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছিলেন তিনি।

এর আগে, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। মঙ্গলবার সন্ধ্যার পর জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বুধবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে নিয়োগ সম্পন্ন হবে।