আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার হলিউডে আলিয়া

এবার হলিউডে আলিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২২ , ৪:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ সিনেমা দিয়ে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সবাই তার অভিনয়ের প্রশংসা করছেন। এরইমধ্যে জানা গেলো, এই অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন হলিউডে। হলিউড অভিনেত্রী গাল গ্যাদতের সঙ্গে এক স্পাই থ্রিলারধর্মী ছবিতে অভিনয় করতে চলেছেন আলিয়া। টম হার্পার পরিচালিত এ ছবির নাম ‘হার্ট অব স্টোন’। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এ ছবিতে গাল গ্যাদতকে এক গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। তবে আলিয়ার চরিত্রের ব্যাপারে এখনো কিছু খোলাসা হয়নি।

জানা গেছে, এ ছবিতে আলিয়া আর গাল গ্যাদত ছাড়া হলিউড অভিনেতা জেমি ডরনানও আছেন। তিনি মূল চরিত্রে অভিনয় করবেন। আলিয়ার এ হলিউড ছবির শুটিং কবে শুরু করবেন, তা এখনো জানা যায়নি। তবে গাল গ্যাদত আগেই শুটিং শুরু করে দিয়েছেন। এ হলিউড অভিনেত্রী এক দিন আগে সেট থেকে তার এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন।