আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার হলিউডে আলিয়া ভাট

এবার হলিউডে আলিয়া ভাট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২১ , ২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ওম পুরী, অনিল কাপুর, ইরফান খান, টাবুসহ অনেক তারকাকেই দেখা গেছে হলিউডের সিনেমায়৷ দীপিকা পাড়ুকোন কাজ করছেন সেখানকার সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে। আর প্রিয়াঙ্কা চোপড়া তো হলিউডের শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছেন দুনিয়াজোড়া। ভারতীয় তারকাদের হলিউড যাত্রার গল্পটা তাই বেশ পুরনো আর সমৃদ্ধ৷ এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী আলিয়া ভাট।

সম্প্রতি নিজের প্রযোজনার প্রথম ছবি ‘ডার্লিংস’-এর শুট শুরু করেছেন। এই প্রজেক্টটি নিয়ে বেশ উত্তেজিত অভিনেত্রী নিজে, যা তার সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট। শোনা যাচ্ছে, আলিয়া যে এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন, তারা অনেক বছর ধরেই স্পোর্টস ও ফ্যাশন জগতের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টের সঙ্গে যুক্ত। অভিনেত্রী ফ্রিডা পিন্টোও এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন।