আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব এভারেস্টে করোনার ব্যাপক সংক্রমণ

এভারেস্টে করোনার ব্যাপক সংক্রমণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২১ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   হিমালয় পর্বতমালায় করোনাভাইরাসের তীব্র সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পর্বতারোহণে যাওয়া অন্তত ১০০ পর্বতারোহী ও তাদের সহযোগীদের মধ্যে ইতোমধ্যেই ভাইরাসটি শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, করোনাভাইরাসের ভয়ে অস্ট্রিয়ার পর্বতারোহী গাইড লুকাস ফার্টেনব্যাচ গত সপ্তাহে তার পর্বতারোহণ বাতিল করেন। কিন্তু তারপরও তার দলের অন্তত ছয়জনের মধ্যে ভাইরাসটির সংক্রমণ হয়েছে। লুকাস জানান, বেস ক্যাম্পে অন্তত ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা ২০০ জনেরও বেশি হতে পারে। সেখানে আরও অনেকেই সংক্রমিত হয়েছেন, এ বিষয়ে তিনি নিশ্চিত।

এতদিন নেপালি কর্তৃপক্ষ এভারেস্টে করোনার উপস্থিতি অস্বীকার করে আসছিল। কিন্তু গত ১৫ এপ্রিল এভারেস্টের বেসক্যাম্পে (১৭ হাজার ৬০০ ফুটেরও বেশি উচ্চতায়) দুই পর্বতারোহীর করোনার লক্ষণ দেখা দিলে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। পরে তাদের একজনের করোনা শনাক্ত হয়।

প্রসঙ্গত, নেপালে করোনা ছড়িয়ে পড়ার পর গত বছরের ২৪ মার্চ সীমান্ত বন্ধসহ এভারেস্টে আরোহণে বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। চলতি বছরের মার্চে পর্বতারোহণে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। নেপালের অভিবাসন বিভাগ জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত এভারেস্টকেন্দ্রিক প্রায় ১৫ হাজার ভ্রমণকারী নেপালে পৌঁছেছে। এর মধ্যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ৪০৮ জনকে এভারেস্টে আরোহণের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল হিসেবে ২০২০ সালে ২১ ডিসেম্বর অ্যান্টার্কটিকাতে করোনাভাইরাস শনাক্ত হয়।