আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস আর নেই

এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস আর নেই


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


নাটোর প্রতিনিধি : নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী ইব্রাহিম আলী। সংসদ সদস্যদের ঘনিষ্ঠ ও ছাত্র লীগের সাবেক নেতা আকরামুল ইসলাম জানান, গতকাল সকাল ১১ টার দিকে জাতীয় সংসদ ভবন চত্বরে সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নাটোরে নেয়া হয় এই সংসদ সদস্যের মরদেহ। বিকেল ৪টায় নাটোর কানাইখালি মাঠ, বিকেল ৫টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সন্ধ্যা ৬টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং বাদ মাগরিব জন্মভূমি বিলশা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।