আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এমপি হওয়ার পরদিনই মাঠে, কারণ জানালেন সাকিব

এমপি হওয়ার পরদিনই মাঠে, কারণ জানালেন সাকিব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৪ , ৫:১১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :  এত দ্রুত কেন? বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যমে সাকিব জানান, তিনি প্রায় আড়াই মাস ধরে ক্রিকেটের বাইরে। তাই কোনো সময় নষ্ট না করে তিনি মাঠে নেমে পড়েন।

সাকিব বলেন, ‘বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি নিতে হবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে মাঠের বাইরে। কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এজন্য আর সময় নষ্ট করতে চাইনি।’