আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এমবাপেকে ধরে রাখতে চায় পিএসজি

এমবাপেকে ধরে রাখতে চায় পিএসজি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২০ , ৮:০২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কিলিয়ান এমবাপের সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে প্যারিস সাঁ জারমাঁ। যা তাঁর সাপ্তাহিক বেতন এক লাফে দ্বিগুণ করে দেবে। সপ্তাহে তিন লাখ পাউন্ড (বাংলদেশি মুদ্রায় ৩ কোটি টাকা) বেতন পান এখন এই ফরাসি তারকা। নতুন চুক্তিতে তাঁর সাপ্তাহিক বেতনের পরিমাণ দাঁড়াবে ৬ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকা)। মনে করা হচ্ছে এমবাপেকে দলে সই করাতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। সেই সম্ভাবনা রুখতেই এমবাপের সাপ্তাহিক বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে পিএসজি। করোনাভাইরাস বিশ্ব ফুটবলের  দলবদলের বাজারে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। এমনও বলা হচ্ছে মোনাকো থেকে ১৬২ মিলিয়ন পাউন্ডে (প্রায় ১৫২৭ কোটি টাকা) এমবাপেকে সই করালেও এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে পিএসজি তার মূল্য ৩৫ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৩৩০ কোটি) বেশি পাবে না। কিন্তু পিএসজির মালিকরা সেটা মনে করে না। তাই এমবাপেকে এত বড় অঙ্কের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। যদি এমবাপে এই নতুন চুক্তিতে রাজি হন তাহলে তিনি এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলার হওয়ার রেকর্ড করবেন। নেইমার, রাহিম স্টার্লিংকে টপকে যাবেন। এই তালিকায় আট নম্বরে নেমে যাবেন লিওনেল মেসিও। এমবাপে আগেই বলেছিলেন তিনি ফ্রান্সেই খেলতে চান। সেদিক থেকে নতুন চুক্তিতে সই করতে তাঁর রাজি হওয়ার কোনো কারণ নেই।