এসএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে পাসের হার ৯৪.৬৪ শতাংশ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২০ , ৭:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : এবার এসএসসি পরীক্ষায় বিদেশের নয়টি কেন্দ্রে ৯৪ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এসব কেন্দ্র থেকে মোট ৩৩৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১৮ জন। এছাড়া শতভাগ পাস করেছে ৪ শিক্ষা প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়। ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৮২ দশমিক ৮৭। গত বছরের তুলনায় এ হার সামান্য বেশি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।