আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ এসএসসি পরীক্ষা : কুমিল্লা বোর্ডে ৩৬৫ জনের ফল পরিবর্তন

এসএসসি পরীক্ষা : কুমিল্লা বোর্ডে ৩৬৫ জনের ফল পরিবর্তন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


comillaকুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করে ৩৬৫ জনের পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফল পরিবর্তন হয়ে পুনঃনিরীক্ষার জন্য আবেদনকৃত বিষয়ে জিপিএ ৫ পেয়েছে ৩০ জন।

বুধবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম জানান, ফল প্রকাশের পর ৩৪ হাজার ৪২১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য পরীক্ষার্থীরা আবেদন করেছিল।

এর মধ্যে ইংরেজিতে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ৪ হাজার ৫৯৫টি আবেদন পড়েছে। আবেদনকারীদের মধ্যে ৩৬৫ জনের ফলাফল পরিবর্তন হয়েছে এবং ৩০ জন জিপিএ ৫ পেয়েছে।

অকৃতকার্য আবেদনকারীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২৮ জন। তবে গণিত ও সমাজ বিজ্ঞান বিষয়ে অধি কসংখ্যক ফল পরিবর্তন হয়েছে বলেও তিনি জানিয়েছেন।